মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক

মহেশখালীতে যৌথ অভিযানে ডাকাত দলের ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড তাজা গোলা, দুটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মো. রহিম (২৪) ও খালেক (৪৪)। তারা কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দীর্ঘদিন যাবত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ মানুষের ওপর একদল ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল বলে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার রাতে ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতদলের দুইজন সক্রিয় সদস্যকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কেইস, একটি অস্ত্রের ক্লিনিং রড ও দুইটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আরএমএন/এমএন