কাফনের কাপড় গায়ে সড়কে বসে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আটকে দিয়েছে পুলিশ। বাধা পেয়ে তারা শিক্ষা ভবনের সামনে কাফনের কাপড় পরে বসে পড়েছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে বিডিআর সদস্যরা তাদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন। পুলিশ তাদের শিক্ষাভবন এলাকায় আটকে দেয়।
বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী একজন বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পুনর্বহাল করে দাবি মেনে নেওয়া না হবে, ততোক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। হয় আমাদের মৃত্যু হবে, না হয় আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি-দাওয়া নিয়ে আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেও কোনো ফলাফল আসেনি। তাই তারা এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়ার বাস্তবায়ন চান।
ওএফএ/জেডএস