চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে চুরির অভিযোগে মো. হারুন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। তবে বিষয়টি আজ জানাজানি হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, অভিযুক্ত ব্যক্তি বন্দরের ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে ৭ নম্বর শেড থেকে বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। এসময় বন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটকে ফেলে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর/এসএসএইচ