ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুর মোহাম্মদ বাঙ্গী (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতে হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নূর মোহাম্মদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফরগাও গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তার হাজতি নং ১৩৪৫০/২৫।
কারারক্ষী রোকনুজ্জামান জানান, গত ৩ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে এনে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএএ/এসএসএইচ