প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা যাতে প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারেন সেই বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আরপিও’তে প্রক্সি ভোটের বিধান যুক্ত হলে একজন সর্বোচ্চ নিজের ভোটসহ তিনটি ভোট দিতে পারবেন।
রোববার (৬ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার এসব তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার জানান, নতুন নিয়ম চালু হলে শুধু জাতীয় সংসদ নয় স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দিতে পারবেন। তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ভোটের অন্তত ৩০ দিন আগে প্রক্সি ভোটের জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুন
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটের অধিকার দিতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে একজন প্রবাসী ব্যক্তি তার ভোট দেওয়ার জন্য বাংলাদেশে অবস্থান করা স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন বা ভাই অথবা বোনের ছেলে-মেয়েকে নির্ধারণ করবেন। প্রবাসী ব্যক্তি এবং নির্ধারিত ব্যক্তিকে একই সংসদীয় এলাকার একই ভোট কেন্দ্রের ভোটার হতে হবে এবং একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিজের ভোটসহ সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন।
প্রবাসীদের প্রক্সি ভোটের সুবিধা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে এমন সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি।
এসআর/এমজে