আজও বিলম্বে বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস

গত ২ দিনের মতো আজও বিলম্বের জের টানছে লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন। ফলে বরাবরের মতো আজকের যাত্রার ট্রেন ২টির অসংখ্য যাত্রী প্লাটফর্ম এলাকায় অপেক্ষাধীন রয়েছেন।
রোববার (৬ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে (কমলাপুর) স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তবে স্টেশনের সিডিউল বোর্ডে বুড়িমারী এক্সপ্রেসকে সাড়ে ৮টার পরিবর্তে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ৫০ মিনিটে। অন্যদিকে রংপুর এক্সপ্রেসকে ৯টা ১০ মিনিটের পরিবর্তে কোনো সম্ভাব্য সময় ও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি।
ট্রেনের অপেক্ষমান যাত্রীরা বলছেন, গতকয়েকদিন ধরে আর কোনো ট্রেনের বিলম্ব না হলেও এই ২টি ট্রেনের বিলম্ব হচ্ছে। কেন বিলম্ব হচ্ছে, ট্রেন কোথায় আছে, কখন ছাড়বে এসব জানতে স্টেশন মাস্টার, ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। ওসব রুমে যাদের পাওয়া যায়, তারা শুধু বলেন, অপেক্ষা করেন।
আরও পড়ুন
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহ কিরন ঢাকা পোস্টকে বলেন, গতকাল এই ট্রেনে আমার কাজিন বাড়ি গিয়েছে। ট্রেন ঢাকা ছেড়েছে সাড়ে ৩ ঘণ্টা বিলম্বে। আজও তো এই অবস্থা দেখছি। এই টিকিটগুলো আরও ১০ দিন আগের কাটা। রিফান্ডও করা যাচ্ছে না। একটা ট্রেন এতো দেরি করলে তো ভোগান্তি হয়।
এই ট্রেনের আরেক যাত্রী নাজমুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে এসে স্টেশনে বসা। সব ট্রেন চলে যাচ্ছে। কিন্তু এই ট্রেনের কোন খবর নেই। কখন আসবে, কখন ছাড়বে কেউ বলতে পারছে না।
রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আকাশ মাহমুদ বলেন, পরিবার নিয়ে বসে আছি। ট্রেন এখনও (৯টা ৪৫ মিনিট) কোন প্ল্যাটফর্মে দেয়নি। শুনেছি ট্রেন ঢাকাতেই আছে। কখন ছাড়বে সেটা জানি না, কোনো সম্ভাব্য সময়ও জানায়নি।
এ বিষয়ে জানতে স্টেশন কর্তৃপক্ষের কাউকে তাদের অফিস রুমে খুঁজে পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস সকাল ১০টায় সময় টঙ্গী রেলওয়ে স্টেশন পার হয়ে ঢাকার দিকে আসছে। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের রেক কিছু সময়ের মধ্যে ৭ নম্বর প্ল্যাটফর্ম দেওয়া হবে।
এমএইচএন/এসএম