৯ দিন বন্ধের পর খুলেছে সচিবালয়, এখনো ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সচিবালয়ে ঈদ আনন্দে মেতে আছেন সবাই। অফিসে আসার পর একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন কর্মকর্তারা।
রোববার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকে অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। গাড়ি পার্কিং এলাকার অনেক জায়গাও ফাঁকা পড়ে আছে। আগামী দুই তিনদিনের মধ্যে পুরোদমে কর্মব্যস্ততা শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। ঈদে সাধারণত এত লম্বা সময় পাওয়া যায় না। তবুও এই ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই খুশি। তবে আমরা যারা গুরুত্বপূর্ণ ডিউটি করি তাদের ছুটি নেই বললেই চলে। আজকে অফিস খুললেও গতকাল থেকেই পুরোদমে আমার কাজ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, লম্বা ছুটি থাকায় প্রায় সব কর্মকর্তা কর্মস্থলে পৌঁছে গেছেন। দুই-একদিনের ভেতরে অন্যরাও চলে আসবেন।
এ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। দারুণ সময় কেটেছে। লম্বা বন্ধের পর সচিবালয়ে আজ প্রথমদিন অফিস করছি। সকাল থেকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। এতদিন পর কর্মস্থলে ফিরে ভালো লাগছে।
সচিবালয়ে আউটসোর্সিং খাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ফয়সাল আহমেদ বলেন, ছুটিতে জামালপুর গিয়েছিলাম। ঈদ শেষ করে তাড়াহুড়ো করে ঢাকায় এসেছি। সকালেই অফিসে প্রবেশ করেছি। ভালো লাগছে ঈদের পরেও।
গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল।
উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।
অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেন। কারণ ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ পাওয়া গেছে।
এসএইচআর/এমএম/এসএম