ঢাকার দুই সিটিতে মাঠ, পার্ক ও রাস্তা দখল করে মেলা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ঢাকার দুই সিটিতে মাঠ, পার্ক ও রাস্তা দখল করে মেলা
ঈদ ও বৈশাখী মেলার নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি মাঠ, একটি পার্ক ও একটি সড়কের এক পাশ দখল করে ব্যবসা করছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। মেলা আয়োজনের জন্য সিটি করপোরেশনের কোনো অনুমতি নেননি তাঁরা। দক্ষিণ সিটির মতোই ঢাকা উত্তর সিটিতেও একটি মাঠ দখল করে মেলা বসানো হয়েছে। এই মেলার আয়োজকেরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে মেলা আয়োজনের জন্য বেশ কয়েকটি আবেদন এসেছিল। কিন্তু খেলার মাঠ ও পার্কে মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ বিষয়গুলো দেখভালের জন্য পুলিশকে অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু এরপরও মেলা ঠেকানো যায়নি।
কালের কণ্ঠ
ঋণখেলাপি হওয়ার শঙ্কায় আলু চাষিরা
কুড়িগ্রাম জেলা সদরের আলু চাষি শাহ্ আলম বকুল। মৌসুমের শুরুতে তিনি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেন। আবাদ করে আলু পেয়েছেন ছয় হাজার ৬০০ কেজি। ঋণ পরিশোধের চাপ থাকায় মাঠ থেকেই সব আলু বিক্রি করে দিয়েছেন।
প্রতি কেজি আলু ১১ টাকা দরে বিক্রি করে পেয়েছেন মাত্র ৭২ হাজার টাকা। যদিও প্রতি কেজিতে তাঁর খরচ হয়েছে ২০-২১ টাকা। তিনি এখানো ২৮ হাজার টাকার ঋণ মাথায় নিয়ে ঘুরছেন।
সমকাল
বাড়ছে গরম, ঘাম ছোটাতে পারে লোডশেডিং
মার্চে তাপমাত্রা কম থাকলেও কয়েক দিন ধরে বাড়ছে গরম। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এপ্রিলে দেশজুড়ে বয়ে যেতে পারে একাধিক তাপপ্রবাহ। এই সময়ে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় রমজানে লোডশেডিং করতে হয়নি।
গরম বাড়তে থাকায় সামনের দিনে পরিস্থিতি মোকাবিলা কঠিন হবে। অর্থ সংকটে চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হলে বিদ্যুৎ উৎপাদন কমে নাস্তানাবুদ হতে হবে গরমে।
আরও পড়ুন
আজকের পত্রিকা
যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে
সুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন, সেই ফুল বেচাকেনা, বীজ সংরক্ষণই হয় না এখানে। অথচ মার্কেটটির সামনের সড়ক দিয়ে প্রতিদিন মাঠ থেকে ফুল নিয়ে শত শত কৃষক বিক্রি করতে যান সাড়ে ৩ কিলোমিটার দূরে।
ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা এলাকায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র নির্মাণ করা হয়। এই এলাকায় উৎপাদিত ফুল, বীজ বিপণন ও সংরক্ষণের জন্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থায়নে সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে হিমাগারসহ আধুনিক ফুল মার্কেট নির্মাণ করে সরকার। ১ একর জমিতে এই বিপণনকেন্দ্র নির্মাণের পর ২০২২ সালে উদ্বোধন করা হয়। কিন্তু মার্কেট নিয়ে ফুলচাষিদের কোনো আগ্রহ না থাকায় তিন বছর ধরে অব্যবহৃত পড়ে রয়েছে।
বণিক বার্তা
প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়ার স্বাস্থ্য কেন্দ্রে ৫৯% চিকিৎসক পদই ফাঁকা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যাবিশিষ্ট এ চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন গড়ে ৮০-৯০ রোগী ভর্তি থাকে। এর বিপরীতে নিয়মিত চিকিৎসক রয়েছেন কেবল তিনজন। তাদের মধ্যে আবার কেউ না কেউ প্রায়ই ছুটিতে কিংবা অন্যান্য কারণে অনুপস্থিত থাকছেন। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটছে রোগী। উপজেলাভিত্তিক প্রায় সব স্বাস্থ্য কমপ্লেক্সেই এ চিত্র।
যুগান্তর
দেশের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬১৬ কোটি টাকা আত্মসাৎ করেছে মোহাম্মদ ইসা বাদশা নামে এক ব্যবসায়ী। তিনি মিডল্যান্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, জাহাজ ভাঙা শিল্পের আড়ালে এই অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কালবেলা
হাজার কোটি টাকার চিকিৎসাযন্ত্র কেনা নিয়ে নানা প্রশ্ন
রাজধানীর হাসপাতালগুলোর জন্য হাজার কোটি টাকা খরচ করে সিটি স্ক্যান, এমআরআই, লিনিয়ার এক্সিলারেটরসহ বিভিন্ন ধরনের চিকিৎসাযন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আসছে ২০২৫-২৬ অর্থবছরে এসব চিকিৎসাযন্ত্র কেনার বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে হাসপাতালগুলোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসাযন্ত্র কেনা হলেও সেগুলোর সুফল অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। কারণ হিসেবে তারা বলছেন, যন্ত্রপাতি কেনার আগে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীদের মতামত নেওয়া হয় না, যাচাই করা হয় না প্রয়োজনীয়তা। এ ছাড়া যন্ত্র স্থাপনের জায়গা আছে কি না বা, সেগুলো চালানোর জন্য প্রশিক্ষিত লোকবল আছে কি না—কোনো কিছুই নিশ্চিত করা হয় না। এমনকি কেনাকাটার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যন্ত্রের দাম যাচাই পর্যন্ত করা হয় না।
কালের কণ্ঠ
শুল্কের চাপে শ্রমিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কা
বাংলাদেশ থেকে আমদানি পণ্যে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়বে তৈরি পোশাক শিল্প। চাপ সামলাতে না পারলে কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রথম আলো
বিএসইসি লাভে ফিরলেও ভোগাচ্ছে বিপণন দুর্বলতা
টানা তিন বছর লোকসান দেওয়ার পর লাভে ফিরেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)। বিএসইসি সূত্র বলছে, গত অর্থবছরে (২০২৩–২৪) তারা ৭৮ কোটি টাকা লাভ করেছে। তবে বিপণন দুর্বলতার কারণে করপোরেশনটির তিনটি কারখানা এখনো লোকসানে।
অর্থনৈতিক সমীক্ষার ২৮ বছরের (১৯৯৬–৯৭ থেকে ২০২৩–২৪ অর্থবছর) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই সময়ের শুরুর দিকে বিএসইসি একটি লোকসানি প্রতিষ্ঠান ছিল। ১৯৯৯–২০০০ সালে করপোরেশনটি প্রথম লাভে আসে। তারপর টানা ২১ বছর তারা লাভে ছিল। ২০২০–২১ অর্থবছরে এসে এটি লোকসানে পড়ে। টানা তিন বছরে (২০২০–২১ থেকে ২০২২–২৩ অর্থবছর) ২৬ কোটি টাকা লোকসান দেয় তারা। অবশ্য সেই লোকসান কাটিয়ে এবার লাভে ফিরল করপোরেশনটি।
বণিক বার্তা
সুবর্ণচর ও নোয়াখালী সদরের পানিতে আশঙ্কাজনক হারে বাড়ছে লবণাক্ততা
নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার জনজীবন দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। সুপেয় পানির অভাবে উপকূলীয় এ দুই উপজেলার মানুষ বিপর্যস্ত। একদিকে তীব্র খরা ও বন্যা, অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতাও। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ জলাধার পুনরায় পূরণ না হওয়ায় এ সংকট ভবিষ্যতে আরো প্রকট আকার ধারণ করতে পারে। অতিবৃষ্টি ও খরার মতো চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাবে, যা কৃষি ব্যবস্থা ও প্রাণ-প্রকৃতিকে আরো হুমকির মুখে ফেলবে।
এছাড়া বিমসটেকে প্রধান উপদেষ্টা / দ্রুত নির্বাচন আয়োজন সর্বোচ্চ অগ্রাধিকার; হাসিনাকে ফেরত চাইলেন ইউনূস; প্রেস সচিব / ইউনূস-মোদির আলোচনা ফলপ্রসূ হয়েছে; বিক্রম মিশ্রি / সম্পর্ক খারাপ করা বক্তব্য এড়ানোর আহ্বান মোদির—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।