নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন— আমিরাবাদ ইউনিয়নের নতুন পাড়া এলাকার প্রবাসী হাসান পারভেজের মেয়ে ফারিহা জান্নাত (৮) এবং ছেলে তানজীমুল হাসান (৭)।
আরও পড়ুন
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুই শিশুকে নিয়ে তাদের মা তছলিমা আক্তার বুধবার (২ এপ্রিল) বাবার বাড়িতে বেড়াতে যান। দুপুরে মা ও দুই সন্তান পুকুরে গোসল করতে যান, যেখানে তছলিমা কাপড় কাচছিলেন। এসময় তার দুই সন্তান পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এমআর/এমএসএ