রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গৃহশিক্ষিকা নিহত

রাজধানীর মুগদার মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বাসা বাড়িতে টিউশনি করতেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমি আক্তার মুগদা এলাকার সাজু মিয়ার মেয়ে। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে মানিকনগর ওয়াবদা রোডে ভাড়া থাকতেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহতের প্রতিবেশী মেজবা জানান, গত রাত সাড়ে নয়টার দিকে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমি আক্তার। এ সময় মানিকনগরের ওয়াপদা রোডে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সুমি আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এআইএস