লোহাগাড়ার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১১

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১১ জনের মৃত্যু হলো।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাসনিয়া ইসলাম প্রেমা নামের ১৮ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবারের দুর্ঘটনায় এ নিয়ে ১১ জনের মৃত্যু হলো। ওই ঘটনায় আহত আরও দুজন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে একই দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরএমএন/এমএ