জীবন-জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। সরকারি অফিসগুলোর আরও ১ দিন সাপ্তাহিক ছুটি থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন অনেকে।
শুক্রবার (৪ এপ্রিল) মহাখালী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষরা। টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন অনেক যাত্রী। যদিও আজও কেউ কেউ বাড়ি ফিরছেন, তবে সে সংখ্যাটা খুব কম।
এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ন হওয়ায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন ঘরমুখো মানুষরা। তাছাড়া ঈদের আমেজ এখনো পুরোপুরি না কাটায় ঢাকার বাইরেও ঘুরতে যাচ্ছেন অনেকে।
মহাখালী বাস টার্মিনালে কথা হয় ময়মনসিংহ থেকে আসা যাত্রী কামাল আহমেদের সঙ্গে। তিনি বলেন, বাবা মায়ের সাথে ঈদ কাটাতে বাড়িতে গিয়েছিলাম। কাল থেকে অফিস শুরু, তাই ফিরে এলাম। যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি হয়নি।
টাঙ্গাইল থেকে আসা যাত্রী নাইম হোসেন বলেন, ঈদের ছুটি শেষ, তাই চলে এসেছি। তবে ইচ্ছে ছিল আরও কিছুদিন পরিবারের সাথে থাকার। কিন্তু চাকরির জন্য চলে আসতে হয়েছে।
পরিবারসহ সিরাজগঞ্জ থেকে ফিরেছেন মেহেদী হাসান। তিনি বলেন, ঈদের ছুটি শুরু হওয়ার সাথেই বাড়ি ফিরি। আগামীকাল থেকে আমার অফিস খোলা, তাই আজ চলে এসেছি। এবারের ঈদযাত্রায় তেমন একটা কষ্ট হয়নি।
পরিবহন সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তাদের প্রতিটি বাসই ঠিকঠাক সময় ছেড়ে ঢাকায় প্রবেশ করছে। পাশাপাশি সময়মতো ঢাকা ছেড়েও যাচ্ছে।
ইউনাইটেড পরিবহনের কর্মী দুলাল বলেন, নির্দিষ্ট সময়েই বাস ছেড়ে ঢাকায় ঢুকেছি। তেমন জ্যাম পাওয়া যায়নি।
অভি পরিবহনের কাঊন্টার কর্মী মোতালেব বলেন, ঢাকার বাইরে থেকে প্রতিটি বাস যাত্রী নিয়ে ফিরতেছে। কাল-পরশু থেকে পুরোদমে সবাই ফিরতে শুরু করবে।
ওএফএ/এমএ