ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ, যাত্রায় ভোগান্তি কম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানী শহর ঢাকায় ফিরছেন। নিরাপদ বাহন হিসেবে ঈদ ফিরতি যাত্রায় ট্রেনে আসছেন হাজার হাজার যাত্রী। পথে তেমন কোনো ভোগান্তি নেই। স্বচ্ছন্দ্যেই ভ্রমণ করছেন তারা।
শুক্রবার (৪ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সকাল সাড়ে আটটায় ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে এসে থামে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটে স্টেশনে থামার কথা থাকলেও ৪০ মিনিট বিলম্বে সেটা স্টেশনে প্রবেশ করে। তবে এতেও বিরক্ত হননি ট্রেনে যাত্রীরা। তারা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় ট্রেন এখন অনেক আগেই চলে আসছে।
ওই ট্রেনে ঠাকুরগাঁও থেকে আসা যাত্রী গোলাম কিবরিয়া ঢাকা পোস্টকে বলেন, এবার ঢাকায় ফিরতে বিলম্ব হয়নি। আগেরবারের তুলনায় আমরা তুলনামূলক আগে ঢাকায় এসেছি। আগে কখনও রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা বেজে যেত ঢাকায় ফিরতে।
তিনি আরও বলেন, আজ তুলনামূলক ভিড় পেয়েছি। ট্রেনে স্ট্যান্ডিং যাত্রীও ছিল।
পরিবারের সঙ্গে ঈদ উৎযাপন করে দিনাজপুর থেকে এই একতা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরেছেন কণক। জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ঈদ ফিরতি যাত্রা ভালো হয়েছে। যাওয়ার সময় যে পরিমাণ ভিড় ছিল, আসার সময় সে পরিমাণ ভিড় হয়নি। যমুনা রেল সেতু হওয়ার কারণে আসতে সময় কম লেগেছে। মাত্র ৪ মিনিটে সেতু পার হয়েছি। আগে এখানই দুই পাশ ও সেতু পার হতে সময় লাগতো ৪০-৬০ মিনিট। এবার সেটি হয়নি।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে আমার অফিস শুরু হবে। ভাগ্যক্রমে আজকের টিকিটই পেয়েছি। ঈদযাত্রা অনেক ভালো হয়েছে।
এই মুহূর্তে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।
এমএইচএন/এমএ