আনসারের নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দের স্নানোৎসব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পবিত্র স্নানোৎসব। ইতোমধ্যে দেশ-বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে তিন কিলোমিটারব্যাপী তীর্থস্থানটি। হিন্দু ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানের মাধ্যমে আত্মশুদ্ধির মহোৎসবে অংশগ্রহণ করবেন। লাঙ্গলবন্দ স্নানোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আনসার বাহিনী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুণ্যার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ স্নান নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় তিন কিলোমিটারব্যাপী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। জাতীয় এই নিরাপত্তা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর ৪৭১ জন আনসার ও ভিডিপি সদস্য নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। আগামী ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই বাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তা পর্যবেক্ষণ ও বাস্তবায়নর জোরালো ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, এ উপলক্ষ্যে বাহিনী সদর দপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী আনসার ও ভিডিপির নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক মোতায়েন ব্রিফিং প্রদান করেন।
আশিকউজ্জামান উল্লেখ করেন, লাখ লাখ পুণ্যার্থীর সমাগম মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে স্নানোৎসব নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও, স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে আনসার-ভিডিপি সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে ধর্মীয় এই মহোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
এমএসি/এমএ