আজও বাড়ি যাচ্ছেন কেউ কেউ, ঢাকায় ফিরছেন বেশি

প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। তাই বাস কাউন্টারগুলোতে এখন বাড়িফেরা মানুষই বেশি। তবে ঈদের চতুর্থ দিন আজও বাড়ি যাচ্ছেন কেউ কেউ। কিন্তু ঢাকায় ফেরা যাত্রীর তুলনায় বাড়ি যাওয়া মানুষের সংখ্যা খুব কম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ এপ্রিল) গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রের দেখা গেছে।
বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে খুব একটা ভিড় নেই। ঘরমুখো মানুষরা স্বাচ্ছন্দ্যে টিকিট কেটে বাসে চড়তে পারছেন। তাছাড়া যাত্রী নিয়ে ফেরত আসছে ঢাকামুখী বাসগুলোও।
বিজ্ঞাপন
কথা হয় দর্শনা ডিলাক্সের কাউন্টার ম্যানেজার ইসমাইলের সাথে। তিনি বলেন, সকাল থেকে আমাদের ৮টা বাস ছেড়ে গেছে। এখন চাপ না থাকায় যাত্রীরা খুব আরামেই যেতে পারছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রীন লাইন পরিবহনের কর্মী আব্বাস বলেন, এখন ৩০-৪০ জন যাত্রী নিয়ে বাস ছাড়া হচ্ছে। যাত্রী কম হলেও বাস ছাড়া হচ্ছে। কারণ ঢাকার বাইরে থেকে এগুলো যাত্রী নিয়ে ফিরবে, যার অধিকাংশই আগে বুকিং করা।
গোল্ডেন লাইন পরিবহনের কর্মী মাসুদ বলেন, আজকেও অনেকে বাড়ি যাচ্ছে। আর যেসব বাসগুলো ঢাকার বাইরে যাচ্ছে, সেগুলোও অল্প স্বল্প যাত্রী নিয়ে ফিরছে।
ঈদের সময় কাজ থাকা কিংবা যাত্রাভোগান্তি এড়াতেই মূলত অনেকে ঈদের পর বাড়ি ফেরেন। পান্থপথ বসবাস করেন মনজুরুল ইসলাম। তিনি বলেন, ঈদে অফিস ছিল। এখন বাড়ি ফিরছি। বাস বা টিকিট কোনো কিছুরই সংকট এখন নেই।
শেখেরটেক বসবাসকারী পারভেজ হাসান বলেন, পরিবারসহ ঢাকাতেই ঈদ পালন করেছি। এখন গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। ঈদের আগে মূলত রাস্তায় অনেক ভোগান্তি হয়ে থাকে, সেটা এড়াতেই মূলত এখন যাওয়া।
আরেক যাত্রী আব্দুল আজিজ কাজ করেন একটি রেস্টুরেন্টে। ঈদে তা খোলা থাকায় বাড়ি ফিরতে পারেননি। ছুটি মিলতেই বাড়ি ফেরার বাস ধরেছেন। তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে রেস্টুরেন্ট খোলা ছিল, সেখানে ডিউটি করতে হয়েছে। আজ ছুটি পাওয়ায় বাড়ি ফিরছি।
ওএফএ/এমএ