অনেক বছর এমন ঢাকা দেখেনি অনেকেই

ঈদের চতুর্থ দিনেও রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা, বেশিরভাগ দোকানপাট এখনও খুলেনি, ফুটপাতে নেই চাকরিজীবী বা কর্মজীবী মানুষের ছুটে চলা। পর্যাপ্ত যানবাহনও নেই। আর যে দোকানগুলো খোলা আছে, সেখানে ক্রেতার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। কাঁচাবাজারেও বিক্রেতারা নতুন পণ্য নিয়ে আসছেন না, কারণ বাজারে ক্রেতা নেই।
বিজ্ঞাপন
অল্প সংখ্যক যাত্রী নিয়ে থেমে থেমে চলছে রাজধানীর গণপরিবহনগুলো। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সারি সারি সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা, কারণ তারা সেভাবে যাত্রী পাচ্ছে না। রাজধানীর মোড়ে মোড়ে রাইড শেয়ারিং করতে আসা বাইকারদের সংখ্যা ঈদের এই সময় একেবারে হাতে গোনা। সব মিলিয়ে, ঈদের চতুর্থ দিনে এসেও রাজধানীর এই চিত্র অনেক বছর পর দেখা যাচ্ছে।
এবার ঈদের ছুটি অনেক বেশি পেয়েছেন সবাই। পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতরের ছুটি কাটাতে ঈদের আগে ঢাকা ছেড়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। এর মধ্যে ঈদের আগের দুই দিনে ৪১ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে ঢাকার শহর অনেকটাই ফাঁকা। ঈদের পরেও বাস ও ট্রেনে ঢাকায় ফিরে আসা মানুষের সংখ্যা কম, আর ঈদের পর ঢাকা ছেড়ে যাওয়ার সংখ্যা বেশি। তাই ঈদের চতুর্থ দিনেও রাজধানী ঢাকা প্রায় ফাঁকা। ধারণা করা হচ্ছে, স্বাভাবিক ঢাকার রূপ ফিরতে আরও দুই-তিন দিন সময় লাগবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজধানীর সাভার থেকে গাবতলী, শ্যামলী, মহাখালী, গুলশান, বাড্ডা হয়ে নতুন বাজারে যাওয়া রইছ পরিবহনের চালক ইউসুফ আলী বলেন, ঢাকায় মানুষ নেই বললেই চলে, অল্প সংখ্যক যাত্রী নিয়ে এই কয়দিন চলাচল করছি, তেলের টাকায় ঠিকমতো উঠে না। আজ ঈদের চতুর্থ দিন, আজও ঢাকায় মানুষ নেই। কখনো এমন ফাঁকা ঢাকা দেখিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, হাতেগোনা যাত্রী নিয়ে চলাচল করছি।
মহাখালী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চাকরির অপেক্ষায় ছিলেন সিএনজি চালক রবিউল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটা ট্রিপ পেয়েছি। ঈদের এক-দুই দিন ঢাকা ফাঁকা থাকতো, কিন্তু এবার ঈদের চতুর্থ দিনে এসেও ঢাকা প্রায় ফাঁকা।
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটের এক দোকানি মুকিদুর রহমান বলেন, সকাল থেকে দোকান খোলা রেখেছিলাম, কিন্তু কোনো ক্রেতা নেই। দুপুরে এসে দোকান বন্ধ করে দিলাম। ঈদের চতুর্থ দিনেও ঢাকা শহর এত ফাঁকা থাকবে, এটা আগে হয়নি।
ফার্মগেট এলাকায় কথা হয় পথচারী ফিরোজের সঙ্গে। তিনি বলেন, ফার্মগেট সবসময় ব্যস্ত এলাকা কিন্তু ঈদের সময় এসে ফাঁকা হয়ে যায়। তবে ঈদের কয়েকদিন পরেও এতটা ফাঁকা থাকবে, ভাবতে পারিনি। ঈদের এতদিন পরও রাজধানী এত ফাঁকা থাকতে আগে কখনো দেখিনি।
এএসএস/এমএসএ