হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে চালু হলো যাত্রী পারাপার

ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে টানা তিনদিন বন্ধ থাকার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিস। এর মধ্যে ভ্রমণপিপাসুদের জন্য হাতিরঝিল লেকে প্যাকেজ সার্ভিস চালু করেছিলেন ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকরা। এতে দর্শনার্থীদের ভ্রমণের সুযোগ তৈরি হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ যাত্রীদের।
যাত্রীদের বিষয়টি গুরুত্ব দিয়ে গত ১ এপ্রিল (মঙ্গলবার) 'আজও বন্ধ যাত্রী পারাপার, হাতিরঝিলে চলছে আনন্দ ভ্রমণ'-শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট। প্রতিবেদনের পর সমালোচনার মুখে আনন্দ ভ্রমণের পাশাপাশি যাত্রী পারাপার সার্ভিস চালু করলো রাজউক।
জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে বুধবার (২ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষ্যে প্যাকেজের পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকিট কেটে চলাচল করতে পারছেন।
এদিকে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসও নিয়মিত সেবা দেওয়া শুরু করেছে। নিরবচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তের মধ্যে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোনোরকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজউক।
একইসঙ্গে তিনি হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি না চলায় মানুষের দুর্ভোগের বিষয়টি সামনে তুলে আনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এএসএস/জেডএস