বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা খরচ করবে ডিএসসিসি

বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ জন্য প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিজ্ঞাপন
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা একটি দপ্তর আদেশ জারি করে এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বছরব্যাপী (মার্চ ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ৭ লাখ ৪০ হাজার ২৭০ টাকা অগ্রিম প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য (মার্চ-জুন) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা প্রদানের লক্ষ্যে ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. শরণ কুমার সাহাকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএসসিসির আরেক ভেটেরিনারি কর্মকর্তা ডা. সাদেকুজ্জামান রাকিবকে।
এএসএস/এমএন