মতিঝিলে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ স্কুল মিয়াজান গলির ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রিপন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিপন লালবাগ এলাকার মৃত মো. হোসেন মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন এবং আরামবাগে ফুপুর বাসায় থাকতেন।
নিহতের বড় ভাই আব্দুর রহমান জানান, আমার ছোট ভাই রিপন মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন। আমরা লালবাগের স্থানীয় বাসিন্দা। কিন্তু আমার ছোট ভাই রিপন আরামবাগে ফুপুর বাড়িতে থাকতেন। আজ দুপুরের পর ফুপুর বাড়ির ষষ্ঠ তলার ছাদে হাটাহাটি সময় অসতর্কভাবে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমএন