চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত, ফিলিস্তিনিদের জন্য দোয়া

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী ইমামতিতে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনা করে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন মুসল্লিরা। এসময় মুসল্লিরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে শান্তি কামনা করে দোয়া করা হয়।
বিজ্ঞাপন
জমিয়তুল ফালাহ মসজিদের পাশাপাশি লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
এছাড়া নগরের চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।
এতে অন্তবর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন।
এমআর/এমএসএ