এক হাতে নিরাপত্তা অন্য হাতে প্রার্থনা

ঈদের খুশি সবার জন্য সমান হলেও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য দিনটি একটু ভিন্ন। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উৎসবের দিনে দায়িত্ব পালনের পাশাপাশি তারা পালাক্রমে নামাজ আদায় করেন। আবার অনেকেই দাঁড়িয়ে থেকেই অংশ নেন মোনাজাতে।
বিজ্ঞাপন
সোমবার (৩১ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঈদের সকালে যখন হাজারো মুসল্লি নতুন পোশাকে মসজিদমুখী হচ্ছিলেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সতর্ক পাহারায় দাঁড়িয়ে ছিলেন। অনেককে দেখা গেছে, এক হাতে অস্ত্র ধরে রেখেছেন, অন্য হাতে মোনাজাতে শামিল হয়েছেন। তাদের কিছু অংশ নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন, অন্যরা তখন দায়িত্ব পালন করেন। আবার অনেক অসুস্থ মুসল্লির হাত ধরে মসজিদের ভেতরে প্রবেশ করিয়ে দিতে সহযোগিতা করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের এমন দায়িত্বশীলতায় খুশি মুসল্লিরাও। আব্দুল মোমিন নামের এক মুসল্লি বলেন, এ দৃশ্য প্রমাণ করে, দায়িত্ব ও ধর্মীয় চেতনা একসঙ্গে ধারণ করা সম্ভব। দেশের শান্তি ও জননিরাপত্তার স্বার্থে নিরলসভাবে কাজ করা পুলিশ সদস্যদের এই ত্যাগ প্রশংসার দাবিদার। ঈদের দিনেও তাদের এ নিষ্ঠা আমাদের নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
বিজ্ঞাপন
অন্যদিকে, জাতীয় ঈদগাহেও দেখা গেছে একই চিত্র। সেখানেও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের অবস্থানে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন।
আরএইচটি/এমএসএ