হাজারো মুসল্লির ভিড়ে মুখরিত বাণিজ্য মেলার ঈদগাহ ময়দান

ঢাকা উত্তর কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টার জামাতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে হাজারো মুসল্লি মেলার মাঠে উপস্থিত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) বাণিজ্য মেলার মাঠে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঈদের জামাতে অংশগ্রহণ করতে ভোর থেকে দলে দলে মুসল্লিরা মেলার মাঠে জমায়েত হতে থাকেন। কেউ একা, কেউ আবার পরিবারসহ আসছেন। ঈদের জামাতে নারীদেরও অংশগ্রহণের সুযোগ থাকায় অনেকেই তাদের স্ত্রী-সন্তানসহ এসেছেন।
আরও পড়ুন
আগত মুসল্লি আফতাব হোসেন বলেন, বড় ঈদের জামাতে অংশগ্রহণ করার আনন্দ অন্যরকম। তাই পরিবারসহ ঈদের নামাজ আদায় করতে এসেছি।
ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা মুসল্লিদের সহায়তা প্রদান করছেন।
আজকের নামাজের জামাতে মূল ইমামতি করবেন ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।
ওএফএ/এমএইচএন/এমএসএ