নিরাপত্তার মধ্যে জাতীয় ঈদগাহে দীর্ঘ লাইনে প্রবেশ করছেন মুসল্লিরা

সারা দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।
সোমবার (৩১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
ঈদ জামাত পড়তে আসা রাজধানীর বাড্ডার মোবারক হোসেন বলেন, এক মাস রোজা রাখার পর আজকের ঈদ আমাদের জন্য খুশির দিন। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ঈদ জামাতের মধ্য দিয়ে শুরু হয়। জাতীয় ঈদগাহ ময়দানে অনেক লোক একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবো—এটা অন্যরকম অনুভূতি।
আরও পড়ুন
রাজধানীর লালবাগ থেকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নিতে আসেন আহমেদ ফারাবী। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেই। ছোট ছেলেকে নিয়ে এসেছি, আমিও এক সময় বাবার সঙ্গে এখানে আসতাম। সবার সঙ্গে ঈদের জামাত পড়ার আনন্দটাই আলাদা।
প্রধান জামাতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন, এবং ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসাথে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোন কারণে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এবারও মসজিদটিতে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, পরবর্তী তিনটি জামাত এক ঘণ্টা পর পর, এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এসআই/এমএসএ/এনএম