চাঁদরাতে জমে উঠেছে ঈদের বিকিকিনি

রাত পোহালেই ঈদ। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে নগরীর মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। ক্রেতারা যেমন ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানে, তেমনি ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষ্যে দিচ্ছেন বিশেষ ছাড়।
বিজ্ঞাপন
রোববার (৩০ মার্চ) রাজধানীর নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। চাঁদরাতে পণ্যে বিভিন্ন ছাড় দিয়ে আকর্ষণ করছেন ক্রেতাদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারসহ নিউমার্কেট এসেছেন জসীম উদ্দিন। তিনি বলেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
গাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করবো বলে মার্কেটে আর আসা হয়নি। আজ পরিবারের জন্য সব কেনাকাটা করবো।
শেষ ঈদবাজারে সর্বোচ্চ পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরাও সচেষ্ট রয়েছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাবিক্রি। তাই কাস্টমার যারা আসছেন, চেষ্টা করছি না ফিরিয়ে দিতে। অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।
ইস্টার্ন মল্লিকার ব্যবসায়ী শাহজাহান বলেন, অনেক কাস্টমার অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে তারা পণ্যটা কিনতে পারেন। তাই বিভিন্ন ছাড় দিয়ে দিচ্ছি।
ওএফএ/এআইএস