ঈদে ট্রেনযাত্রার শেষ ট্রিপে বিলম্বের শিকার কুড়িগ্রাম এক্সপ্রেস

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রার শেষ ট্রিপগুলো একে একে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে কোনো বিলম্ব না হলেও সর্বশেষ কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিলম্বের শিকার হয়েছে। এছাড়া স্টেশন এলাকায় যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম।
বিজ্ঞাপন
রোববার (৩০ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাত সাড়ে ৮টায় স্টেশন ঘুরে দেখা যায়, কিছু কিছু যাত্রী স্টেশন এলাকায় প্রবেশ করছেন। এ সময় টিটিইরা তাদের টিকিটগুলো চেক করে দেখছেন। প্ল্যাটফর্মে ঢুকে যাত্রীরা অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনগুলোর জন্য।
বিজ্ঞাপন
এদিকে সারাদিনে তেমন কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়তে বিলম্ব হলেও রাতে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট বিলম্বে ঢাকা স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত আটটা। গতকাল এই ট্রেনটির ছাদে হাজারো মানুষ থাকলেও আজ কাউকে ছাদে দেখা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৫ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ৮টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুটি সংক্রান্ত জটিলতায় শেষ ট্রেনে বাড়ি ফিরছেন তারা। আবার অনেকে আছেন যারা আগের দিনগুলোতে টিকিট পাননি, ফলে আজ যাচ্ছেন। আজ গতকালের মতো তেমন কোনো ভোগান্তি নেই।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী আহসান হাবিব ঢাকা পোস্টকে বলেন, টিকিট ছাড়ার দিন আমি গতকালকের টিকিট অনলাইনে খুঁজেছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি। পরদিন সকালে যখন আবার চেষ্টা করলাম, তখন আজকের টিকিট পেয়েছি। কুড়িগ্রাম অনেক দূরের পথ। একদিন দেরিতে হলেও পরিবার নিয়ে বাসের চেয়ে ট্রেনের যাত্রাটা অনেক ভালো।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রী হান্নান রহমান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় চাঁদ দেখার পরই মহাজন ছুটি দিয়েছেন। ব্যাগ তো আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। মহাজন ছুটি দেওয়ার পরই স্টেশনে চলে এসেছি। সিট নেই কিন্তু একটা স্ট্যান্ডিং টিকিট পেয়েছিলাম।
এমএইচএন/এআইএস