ঈদে চাঙা অর্থনীতি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বিজ্ঞাপন
প্রথম আলো
জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ—আইডব্লিউওসি) পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এই অ্যাওয়ার্ড পাওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বণিক বার্তা
ছয় বছর ধরে শুল্কমুক্ত সুবিধা পেলেও চীনে বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি
চীনে রফতানিতে ২০২০ সালে বাংলাদেশী ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যেত। ২০২২ সালের আগে তা বাড়িয়ে ৯৮ শতাংশ করা হয়। এর মধ্যে চামড়া ও চামড়াজাতসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর শতভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় চীন। সে সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বেড়েছে। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এ ঘোষণা আসে। তবে ছয় বছর ধরে শুল্ক সুবিধা পাওয়ার পরও চীনে তেমন বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে দেশটিতে পণ্য রফতানির অর্থমূল্য ছিল ৭১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার, যা মোট রফতানির ১ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ প্রতিদিন
দেশে রাজনৈতিক পট পরিবর্তনে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান থমকে যায়। বাধার মুখে পড়ে বাজেট বাস্তবায়নও। সরকারের রাজস্ব আদায়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় ঈদুল ফিতরকে ঘিরে গতি ফিরতে শুরু করেছে ব্যবসাবাণিজ্যে ও সামষ্টিক অর্থনীতিতে।
উৎসবকেন্দ্রিক কেনাকাটা এখন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সামর্থ্য অনুযায়ী সবাই কেনাকাটা করেন। বিগত সময়ের ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা। শুধু তৈরি পোশাকই বিক্রি হয়েছে ২৭ হাজার কোটি টাকার। ৫০ হাজার কোটি টাকার জাকাত। ইফতারি বিক্রি হয়েছে ১২২ কোটি টাকার। মসলার বাজারে প্রায় ২৮ হাজার কোটি টাকা।
যুগান্তর
ব্যাংকে আবেদন করার আগেই ঋণের টাকা গ্রাহকের হিসাবে ছাড় করার ঘটনা ঘটেছে। গ্রাহক ঋণের হিসাব খোলেননি, অথচ ব্যাংকের হিসাব থেকে গ্রাহককে নগদ টাকা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদে ঋণের প্রস্তাব ওঠার আগেই টাকা দেওয়া হয়েছে। ব্যাংক চেক ছাড়াই শুধু একটি স্লিপ লিখে গ্রাহকের প্রতিনিধির কাছে নগদ টাকা দেওয়া হয়েছে। বস্তায় ভরে ব্যবসায়ীরা এসব টাকা নগদ আকারে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর তাদের প্রশ্রয়ে ব্যাংক খাতে নজিরবিহীন ঋণ জালিয়াতির এসব ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান এসবের সঙ্গে জড়িত। গ্রুপগুলো বাসার কাজের লোক, গাড়ির ড্রাইভার, কোম্পানির কর্মীদের পরিচালক বানিয়ে কোম্পানির নিবন্ধন নিয়েছে। তারপর তাদের নামে নেওয়া হয় ব্যাংক ঋণ। এছাড়া অস্তিত্ব নেই, এমন কোম্পানির নামেও হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। জালিয়াতির মাধ্যমে নিজ নামে ও বেনামে নেওয়া ঋণের টাকা পাচার করা হয়েছে।
দেশ রূপান্তর
ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি
দেশে রাজনৈতিক মাঠে নতুন মেরূকরণ হতে পারে ঈদের পর। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এ প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টির ধারণা করা হচ্ছে। বিএনপি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায়, জামায়াত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিতে চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এ নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা।
বণিক বার্তা
ভিসা জটিলতায় সীমিত বিদেশযাত্রা, চাহিদা বেড়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোর
এবার ঈদুল ফিতরে টানা নয়দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২৮ মার্চ শুরু হওয়া সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বন্ধ থাকছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠান। দীর্ঘ এ ছুটিকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে দেশের পর্যটন খাত। দেশের অভ্যন্তরীণ পর্যটনের জন্য সবচেয়ে আকর্ষণীয় জেলা কক্সবাজার এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে। সমুদ্র-তীরবর্তী জেলাটির বেশির ভাগ আবাসিক হোটেল-মোটেল আগাম বুকিং হয়ে গেছে। কক্সবাজার ছাড়াও পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার পর্যটনসংশ্লিষ্টরা।
আরও পড়ুন
মানবজমিন
ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদ্যাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যাদের ত্যাগে এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে সেই শহীদদের পরিবারে নেই ঈদের আনন্দ। ঈদের আনন্দের পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ
কাটবে শহীদদের পরিবারে।
জুলাই গণ-অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউবা বাবা-মাকে। স্মৃতিকাতর পরিবারগুলোতে এবারের ঈদ এসেছে শুধুই হাহাকার নিয়ে। কারও মুখে হাসি নেই। নেই কোনো ঈদ আয়োজন। গেল বছরগুলোতে এসকল শহীদরা স্বজনদের নিয়ে কেনাকাটা করেছেন। কিন্তু এবারের ঈদে তারা কেবলই স্মৃতি। ঈদের দিনে প্রিয়জনদের কবরের পাশে আর্তনাদে কাটবে স্বজনদের সময়। অনেক শহীদের বাড়িতে রান্না হবে না বিশেষ কোন খাবার। অনেকে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। অনেকে আবার কান্নায় ভেঙে পড়েছেন গেল বছরগুলোর স্মৃতি মনে করে। ছাত্র-জনতার আন্দোলনে স্বজন হারানো পরিবারগুলোর অনেকের সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা বলেছেন, তাদের জীবনে ঈদ-রোজা বলে কিছু নেই। সবকিছু যেন এলোমেলো হয়ে গিয়েছে। তাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজান ও ঈদের আনন্দ।
আজকের পত্রিকা
মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা
মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। তবে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার বেলা ১১টায় লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে ‘মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে’ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এনসিপির। কিন্তু এর আগে সকাল ১০টায় একই ইস্যুতে সেখানে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের স্মারক মঞ্চে সংবাদ সম্মেলন করার সুযোগ না পেয়ে এনসিপির কর্মীরা বেলা দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন। সেখানেও তাঁদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
প্রথম আলো
মুক্ত পরিবেশ, রাজনীতির মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী
বহু বছর পর একটা মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদ্যাপন করতে যাচ্ছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর একদিকে স্বৈরাচারমুক্ত নির্বিঘ্ন পরিবেশ, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের আবহে রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব। সংস্কার বিতর্কে নির্বাচনের সময় নিয়ে শঙ্কাও আছে। এমন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা–কর্মীরা ঈদে এলাকায় যাচ্ছেন।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তাঁরা জানান, এবারের ঈদটি তাঁদের কাছে নানা দিক থেকে একটু ভিন্ন রকমের। এর মধ্যে আছে স্বৈরাচারমুক্ত পরিবেশে ঈদ উদ্যাপনের আনন্দ। আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনসংযোগের কাজও চলবে। যে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সামনে নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আভাস মিলছে। এর একদিকে ক্ষমতাপ্রত্যাশী হয়ে ওঠা জামায়াতে ইসলামী, অন্যদিকে গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনীতির মাঠের এমন সব হিসাব-নিকাশ বিবেচনায় নিয়েই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বেশির ভাগ এবার ঈদে যাঁর যাঁর এলাকায় যাচ্ছেন।
বণিক বার্তা
শ্রম ভবনের সামনে শ্রমিকদের আন্দোলন
ঈদের আগে প্রায় শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে শিল্প পুলিশ। গতকাল সন্ধ্যায় শিল্প পুলিশের দেয়া হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির বেতন পরিশোধ করা হয়েছে ৯৭ দশমিক ১৬ শতাংশ কারখানায়। বকেয়া রয়েছে ২ দশমিক ৮৪ শতাংশের। মার্চের বেতন পরিশোধ করা হয়েছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ কারখানায়। বকেয়া রয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশের। ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করা হয়েছে ৯৭ দশমিক শূন্য ৬ শতাংশ কারখানায়। আর বকেয়া রয়েছে ২ দশমিক ৯৪ শতাংশের।
এছাড়া ঘরে ঘরে ঈদের খুশির ঝিলিক; বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করছে; মির্জা ফখরুল / প্রয়োজনে আবার মাঠে নামবে বিএনপি; মা বাবা ভাইবোনের নামেও ৯ মামলা করেন মিনহাজ—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।