লালমনি এক্সপ্রেসও ঢাকা ছাড়লো ছাদ ভর্তি মানুষ নিয়ে

ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রায় লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসও ছাদ ভর্তি মানুষ নিয়ে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর রেলওয়ে স্টেশন) ছেড়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যায়।
ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার সময় ছাদে থাকা মানুষকে উল্লাস করতে দেখা যায়। মূলত আত্মিক বন্ধনের টানে ঘরে ফেরা উপলক্ষ্যে এ উল্লাস তাদের।
এর আগে দেখা যায়, এসি-কোচগুলো ছাড়া প্রতিটি কোচের আসন ছিল যাত্রীতে পরিপূর্ণ। এ ছাড়া কোচগুলোর ভেতরেও যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। মানুষের ভিড় এতটাই যে কোচগুলোর দরজা দিয়ে ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। দরজাগুলোতে বাদুড়ঝোলা হয়েও মানুষ যাত্রা করেছে।
আরও পড়ুন
আরও দেখা যায়, শত শত মানুষ ট্রেনের ছাদে অবস্থান করছেন। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়েই ট্রেনের ছাদে উঠেছেন। তারপরও রেলওয়ে কর্মীরা ও পুলিশের সদস্যরা তাদের ছাদে উঠতে নিরুৎসাহিত করেছেন।
এ ছাড়া বিভিন্ন ট্রেনের অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান করছেন। তাদের গন্তব্যের ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় এখনো হয়নি।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ ঢাকা পোস্টকে বলেন, কেউ যেন ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারপরও ঘরমুখো মানুষ ট্রেনের ছাদে উঠে পড়েছে। এখন যদি আমরা তাদের পুলিশি ফোর্স করে নামাতে যাই, এতে যদি কেউ ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হন তখন দোষটা রেলওয়েরই হবে।
এর আগে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনও ছাদ ভর্তি মানুষ নিয়ে নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
এমএইচএন/এসএসএইচ