বাড়ছে ভিড়, ব্যবসা ভালো বলছেন বিক্রেতারা

দরজায় কড়া নাড়ছে ঈদ। এরই মধ্যে অনেকে নতুন কাপড় কেনাকাটা সেরে ফেলেছেন। যারা বাকি রয়েছেন তারাও ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। যে কারণে নিউমার্কেট, সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকার ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এসব দোকান থেকে পছন্দমতো জামা-কাপড় কিনছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। শেষ সময়ে আপনজনদের হাতে নতুন কাপড় তুলে দিতেই ফুটপাতে ভিড় করছেন তারা।
বিজ্ঞাপন
শনিবার (২৯ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফুটপাতগুলোতে বিক্রেতারা কাঠের চৌকিতে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, বাচ্চাদের জামাসহ নানা ধরনের পোশাক নিয়ে বসেছেন। বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতা-বিক্রেতার দরদামে চলছে ঈদের কেনাকাটা। ফুটপাতের অধিকাংশ দোকানে ছেলেদের পোশাক বেশি পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। বিক্রি হচ্ছে মেয়েদের পোশাকও।
দোকানগুলো ঘুরে দেখা গেছে, একেকটি প্যান্ট ৪০০ থেকে ৬০০ টাকা, পাঞ্জাবি ৪০০ থেকে ৫০০ টাকা, শার্ট ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের টি-শার্ট ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
নুরজাহান মার্কেটের সামনের ফুটপাতে বাচ্চাদের জন্য কেনাকাটা করছিলেন রোখসানা বেগম। তিনি জিগাতলা থেকে ছেলে-মেয়ের জন্য জামা কাপড় কিনতে এসেছেন। তিনি বলেন, গ্রামের বাড়িতে ঈদ করব। কিছু কেনাকাটা করছি। ফুটপাতে খুঁজে নিতে পারলে ভালো জিনিসও আছে। আর কম দামে পাওয়া যায়। দোকানে একই কাপড় অনেক দাম।
বিজ্ঞাপন
এদিকে ব্যবসায়ীরা বলছেন, নিম্নআয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনও তাদের দোকানে কেনাকাটার জন্য আসছেন। অনেকেই কেনাকাটা করে ফেলেছেন। আবার অনেকে আসছেন। ফুটপাত হলেও ব্যবসা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা।
এদিকে, রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডের মার্কেটে সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের দোকানের তুলনায় ফুটপাত থেকেও অনেককে পছন্দের জামা কাপড় কিনতে দেখা যায়।
নিউমার্কেটের বেস্ট কালেকশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, আমাদের এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, গেঞ্জি, ফতুয়া বিক্রি করে থাকি। এখন ক্রেতা কম, হয়ত বিকেলে বাড়তে পারে। আর এই মার্কেটে দামও তেমনটা বেশি না। সব শ্রেণির মানুষের হাতের নাগালেই পোশাকের দাম।
আনিসুর রহমান তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নুরজাহান মার্কেট এসেছেন। ছোট মেয়ে আয়শার জন্য গেঞ্জির সেট ১২শ টাকা দিয়ে কিনেছেন। তার জুতা কেনা এখনো বাকি। ছেলে রাব্বির জন্য এখন শার্ট ও প্যান্ট দেখছেন। একটু বাজার যাচাই করছেন, কম দামে কোথায় পাওয়া যায় তাই এই মহল ওই মহলে ঘুরছেন। তবে স্ত্রীর জন্য থ্রি-পিস, বোরকা ও জুতা কিনেছেন। সন্তানদের কেনার পরে নিজের জন্য শার্ট ও প্যান্ট কিনবেন বলে তিনি জানান।
এমএসআই/জেডএস