চট্টগ্রামে বাস উল্টে একজনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. করিম (৪৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মো. করিম চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেলে একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। গাড়িটির চালক পালিয়ে গেছেন।
এমআর/জেডএস