ঈদের আগে মার্কেটে শেষ সময়ের ব্যস্ততা

দরজায় কড়া নাড়ছে ঈদ। এরই মধ্যে অনেকেই সেরে ফেলেছেন কেনাকাটা। যারা বাকি রয়েছে তারাও ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সামর্থ্য অনুযায়ী বাজেটের মধ্যে পছন্দের জিনিসটি কিনতে এ দোকান ও দোকার করে ঘুরছেন ও দরদাম করছেন। ঈদের আগে শেষ সময়ে ক্রেতা সাধারণের ভিড়ে জমজমাট হয়ে উঠছে মার্কেটগুলো।
বিজ্ঞাপন
শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও তার আশপাশের এলাকার কয়েকটি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডের মার্কেটে সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের দোকানের তুলনায় ফুটপাত থেকেও অনেককে পছন্দের জামা কাপড় কিনতে দেখা যায়।
বিজ্ঞাপন
এদিকে সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই নিজেদের গ্রামের বাড়ি চলে গিয়েছেন। আবার কেউ কেউ নিচ্ছেন বাড়ি যাওয়ার প্রস্তুতি। সেই কারণে আশানুরূপ ক্রেতা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
তারা বলেন, এখন ক্রেতারা শেষ সময়ের কেনাকাটা করছেন। কেউ নিজের জন্য কিনছেন, কেউ তার সন্তানের জন্য কিনছেন। তবে শেষ সময় ক্রেতাদের চাপ নেই তেমন। অনেকে রোজার প্রথম থেকেই কিনে ফেলেছেন। আর এবারের অনেক লম্বা ছুটি। ঈদের বেশ কয়েকদিন আগে ছুটি হয়ে গেছে। সে কারণে ক্রেতা চাপটা কম।
নুরজাহান মার্কেট ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে রয়েছে ক্রেতাদের ভিড়। কেউ দামাদামি করছেন, কেউ পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি যাচ্ছেন।
আরও পড়ুন
নিউমার্কেটের বেস্ট কালেকশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, আমাদের এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, গেঞ্জি, ফতুয়া বিক্রি করে থাকি। এখন ক্রেতা কম, হয়ত বিকেলে বাড়তে পারে। আর এই মার্কেটে দামও তেমনটা বেশি না। সব শ্রেণির মানুষের হাতের নাগালেই পোশাকের দাম।
আনিসুর রহমান তার স্ত্রী ও দুই সন্তানকে ঈদের কেনাকাটা করতে নুরজাহান মার্কেট এসেছেন। ছোট মেয়ে আয়শার জন্য গেঞ্জির সেট ১২শ টাকা দিয়ে কিনেছেন। তার জুতা কেনার এখনো বাকি। ছেলে রাব্বির জন্য এখন শার্ট ও প্যান্ট দেখছেন। একটু বাজার যাচাই করছেন, কম দামে কোথায় পাওয়া যায় তাই এই মহল ওই মহলে ঘুরছেন। তবে স্ত্রীর জন্য থ্রি-পিস, বোরকা ও জুতা কিনেছেন। সন্তানদের কেনার পরে নিজের জন্য শার্ট ও প্যান্ট কিনবেন বলে তিনি জানান।
এমএসআই/এমএ