ঢাকার বাইরে ডেঙ্গু বেশি, তৎপরতা সীমিত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ঢাকার বাইরে ডেঙ্গু বেশি, তৎপরতা সীমিত
বরিশালের গৌরনদী উপজেলা সদরের মনি আক্তার চলতি বছর দুবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে তিনি ঢাকাতেও যাননি একবারও। তাই ধরা যায়, স্থানীয়ভাবেই তিনি সংক্রমিত হয়েছিলেন।
মনি আক্তারের স্বামী গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী কামরুল ইসলাম বলছিলেন, ‘মশা এই শহরে লাগামছাড়া। ডেঙ্গু রোগী বাড়লেও মশা নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ দেখছি না।’
ডেঙ্গু একসময় রাজধানী ঢাকার রোগ ছিল আর তা বর্ষা মৌসুমেই সাধারণত ছড়াত। কিন্তু এখন এ রোগ সারা দেশে ছড়িয়েছে এবং সারা বছরই লেগে আছে। দেশে ডেঙ্গুর বড় আকারের প্রাদুর্ভাব ঘটে ২০০০ সালে। এরপর থেকে প্রতিবছর সবচেয়ে বেশি রোগী থাকত রাজধানীতে। কিন্তু ২০২৩ সালে এর ব্যত্যয় হয়। এর পর থেকে রাজধানীর চেয়ে বাইরে ডেঙ্গু রোগী বেশি পাওয়া যাচ্ছে। তবে চলতি বছর যত রোগী ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে, অতীতে তা হয়নি। এ বছর মোট আক্রান্তের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে। এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।
দেশ রূপান্তর
পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে ঢাকা
শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় চীনা প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্ল্যাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
যুগান্তর
আড়াই লাখ কোটি টাকা খেলাপি ১১ গ্রুপের
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। আদায় হচ্ছে না বলে এই অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। ওই সময় সরকারের নীতিনির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করেছেন। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও ‘নীরব দর্শক’র ভূমিকায় ছিল কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক। শুধু তাই নয়, আইনকানুনের কোনো তোয়াক্কা না করেই লুটপাটকারীদের সহায়তা করে নিজেরা (কেন্দ্রীয় এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্টরা) লাভবান হয়েছে। এর প্রভাবে দেশের অর্থনীতি আজ ‘খাদের কিনারায়’। ব্যাংকের তারল্য প্রায় শূন্যের কোঠায়। ৫ আগস্ট সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এই খাতে লুটপাটের ব্যাপক তদন্ত শুরু করে। যা এখনো চলমান। এ পর্যন্ত ১১টি বড় শিল্প গ্রুপের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে যে লুটপাট করা হয়েছে তার মধ্যে আড়াই লাখ কোটি টাকার ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। এর মধ্যে পাচার হওয়া কিছু ঋণ আদায় অযোগ্য ঋণে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন
সমকাল
২১০ কোটি ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি
চীন সরকার ও সে দেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে। মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহায়তা দেবে তারা। এ ছাড়া সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ঢাকার পাশে থাকবে বেইজিং।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নানা খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হয়েছে। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বৈঠকে শি জিনপিং বাংলাদেশে সংস্কার কার্যক্রমে ড. ইউনূসকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দু’দেশের সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যেতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
কালের কণ্ঠ
বাংলাদেশ ও আশপাশের দেশে দুই মাসে ২১ ভূমিকম্পের উৎপত্তি
বাংলাদেশ ও আশপাশের দেশগুলোয় ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ও আশপাশের দেশগুলোয় অন্তত ২১টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পবিষয়ক গবেষকরাও বলছেন, সাম্প্রতিককালে ঘন ঘন এসব ভূমিকম্প বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করছে। এতে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এদিকে গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। তীব্র ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দূরে মায়ানমারের মান্দালয় অঞ্চলে।
বণিক বার্তা
বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, রাষ্ট্রের প্রস্তুতি শূন্য
মিয়ানমারের মান্দালয়ে উৎপত্তি হওয়া ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প গতকাল একযোগে অনুভূত হয়েছে ছয়টি দেশে। উৎপত্তিস্থল থেকে দূরত্বের কারণে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিপর্যয় নেমে এসেছে মিয়ানমার ও থাইল্যান্ডে। চলতি বছরে এখন পর্যন্ত কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এর প্রতিটিরই উৎপত্তিস্থল দেশের বাইরে। বাংলাদেশের আশপাশে বারবার এ ধরনের ভূমিকম্পের উৎপত্তিকে দেশে বড় ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
আজকের পত্রিকা
বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় যুক্ত হবে চীন। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা অভিন্ন নদী যমুনার উজানে পানিপ্রবাহের বিষয়ে তথ্য দেবে দেশটি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শীর্ষ বৈঠকে গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য দেশটির কাছ থেকে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন।
যুগান্তর
এক লাখ ৫৩ হাজার কোটি টাকা খরচের চ্যালেঞ্জ
চলতি অর্থবছরের বাকি আছে আর ৪ মাস। কিন্তু বিশাল অঙ্কের টাকা ব্যয়ের চাপে রয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। কেননা গত ৮ মাসে খরচ হয়েছে মাত্র ৬২ হাজার ৩২৯ কোটি টাকা। তবে কাটছাঁট করেও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) শতভাগ বাস্তবায়ন রয়েছে শঙ্কার মধ্যে। কেননা এখনো বরাদ্দের ১ লাখ ৫৩ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয়ের চ্যালেঞ্জে আছে সরকার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি বিরাজ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে চলমান সংকটে অর্থ বরাদ্দ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আছে নানা নতুন পুরোনো বাধাও। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
সমকাল
বিদ্যুতে ভর্তুকি বন্ধের পথ খুঁজছে সরকার
ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুৎ খাতে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে সরকারকে ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে। পরামর্শ দিয়েছে প্রয়োজনে আবার বিদ্যুতের দাম বাড়ানোর। অন্তর্বর্তী সরকার দাম না বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকি কমানোর চেষ্টা করছে। চলতি অর্থবছরে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় তারা। অর্থ বিভাগও এমন পরামর্শ দিয়ে আগামী অর্থবছরের জন্য ভর্তুকি কমিয়ে আনার কথা বলেছে।
বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকির সিংহভাগ যাচ্ছে মূলত ক্যাপাসিটি চার্জে। বিদ্যুৎ না কিনলেও চুক্তি অনুসারে যে অর্থ দিতে হয় উৎপাদন কেন্দ্র মালিককে, তা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বর্তমানে চাহিদার চেয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫৪ শতাংশ বেশি। অতিরিক্ত সক্ষমতার কারণে বিদ্যুৎ না কিনেও বিদ্যুৎ বিভাগকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা বিদ্যুৎ ব্যবসায়ীদের পকেটে গেছে। ক্যাপাসিটি চার্জের বোঝা কমাতে বারবার বাড়ানো হয়েছে বিদ্যুতের খুচরা মূল্য। আওয়ামী লীগের দেড় দশকেই বিদ্যুতের দাম কয়েক গুণ বেড়েছে। সঙ্গে বেড়েছে ভর্তুকি।
দেশ রূপান্তর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রায় যানজটের ভোগান্তিবিষয়ক দুশ্চিন্তার পাশাপাশি পরিবহন ডাকাতি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত এলাকায় পাঁচটি স্পটে পরিবহনে ডাকাতির আতঙ্কে রয়েছেন এ পথের চালক ও যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর অংশে পরিবহনে ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে বলে জানিয়েছেন পরিবহনের চালকরা।
এছাড়া নয় বছর পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া; পুলিশ সপ্তাহে থাকছে নির্বাচনী গাইডলাইন; ২১০ কোটি ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি; ব্যাংককে ইউনূস মোদি বৈঠক হচ্ছে না—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।