বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে ব্যবস্থা : শ্রমিকদের বিক্ষোভ

রাজধানী ঢাকা শহরের অন্য সব বাস টার্মিনালের মত মহাখালী বাস টার্মিনালেও ঈদ যাত্রীদের নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। বাড়তি ভাড়ার দুয়েকটি অভিযোগ ছাড়া তেমন একটা অনিয়ম লক্ষ্য করা যায়নি। তবে ঢাকা থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পায় বিআরটিএ। আর অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে গেলে পরিবহনটির শ্রমিকরা শুরু করে দেন বিক্ষোভ। বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত জরিমানা না করে বাসটিকে সাত দিন সাসপেন্ড করে মুখ রক্ষা করে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ মার্চ) পৌনে ১২টার দিকে মহাখালী বাস টার্মিনালের বাহির গেটে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো.এহছানুল হক।
সিনিয়র সচিব মো.এহছানুল হক মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজখবর নিতে আসেন দুপুরের দিকে। বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকা থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাসে ওঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন। ভাড়ার চার্ট অনুযায়ী ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর ভাড়া ৩৯০ টাকা। কিন্তু বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিচ্ছিল। এই অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় সিনিয়র সচিব উপস্থিত ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন গাড়ির কাগজপত্র নিয়ে নিতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। এ নির্দেশের পরই পরিবহনটির শ্রমিকরা আন্দোলন শুরু করে দেন। বলেন তারা কোনো যাত্রী নিয়ে যাবেন না এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরে মালিকপক্ষ ও শ্রমিক পক্ষদের নিয়ে আলোচনায় বসেন বিআরটিএর ম্যাজিস্ট্রেটরা। পরিশ্রমিকদের আন্দোলনের মুখে কোনো ধরনের জরিমানা না করে শুধুমাত্র বাসটিকে সাত দিনের জন্য সাসপেন্ড করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ ঘটনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব মো.এহছানুল হক বলেন, আমরা যাত্রীদের বলছি আপনার বেশি ভাড়া দিবেন না। যদি আপনাদের কাছ থেকে কোনো পরিবহন বেশি ভাড়া নেয় তাহলে অভিযোগ করলে আমরা ঐ পরিবহনের রুট পার্মিট বাতিল করে দেব।
মহাখালী বাস টার্মিনালে ঈদ যাত্রার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, টার্মিনালে র্যাব ও বিআরটিএর অফিস আছে। এছাড়া আমাদের অভিযোগ কেন্দ্র আছে এবং পুলিশের টহল চলছে। কোথাও যদি কোনো বাড়তি ভাড়া নেয় তাহলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
ঈদযাত্রায় মহাখালী বাস টার্মিনালের কি অবস্থা দেখেছেন জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি ভালো। তবে ঢাকা থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। বেশি ভাড়া নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে রুট পারমিট বাতিল করে দেব।
এমএসি/এআইএস