১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা দিবসের পরিপ্রেক্ষিতে, আগামী ১১ এপ্রিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের চারটি শহরে একযোগে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার কনসার্টটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। কনসার্টটি বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। এছাড়া ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ডও কনসার্টে পারফর্ম করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চট্টগ্রামে কনসার্টটি এম এ আজীজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেখানে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ডের মতো শিল্পীরা পারফর্ম করবেন। একইসঙ্গে ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী এবং মিথুন বাবুও উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
বগুড়ায় কনসার্ট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে – আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠে। এখানে অংশ নেবেন আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা ব্যান্ড, কনকচাঁপা, অমিয়া, ও লুইপা।
খুলনায় কনসার্টে পারফর্ম করবেন ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণসহ তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।
‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারা এই কনসার্টের মাধ্যমে বাংলাদেশের গান, সংস্কৃতি ও কৃষ্টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চান। এছাড়া, তারা বাংলাদেশের সংস্কৃতির ওপর ভারতীয় ও পাকিস্তানি গানগুলোর আধিপত্য রোধে বিশেষভাবে নজর দেবেন। কনসার্টে স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিগুলোও তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আতিকুর রহমান রুমন, এস এম জিলানী, মোনায়েম মুন্না, ও রাকিবুল ইসলাম রাকিব।
এএইচআর/এমএসএ