রড বোঝাই লরি ছিনতাইয়ের চেষ্টা, খিলক্ষেতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় রড বোঝাই একটি লরি ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিক মিয়া (৩৫) এবং দুলাল মিয়া (৫৫)।
বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় খিলক্ষেত থানার নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
খিলক্ষেত থানার পুলিশ জানায়, ২৬ মার্চ রাতে লরি চালক পারভেজ (২৪) তাদেরকে সংবাদ দেয়, কিছু ছিনতাইকারী তাকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল থেকে রড বোঝাই করে টঙ্গীর ডিপোতে যাচ্ছিল।
খিলক্ষেত থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা মানিক মিয়া ও দুলাল মিয়া ঘটনাস্থল থেকে ৩২.৬০ টন রডসহ লরিটি উদ্ধার হয়। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনসহ আরও দুজন পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের সঙ্গে লরি চালক ও হেলপারের হাতাহাতির ঘটনায় উভয়পক্ষই আহত হয়েছে। তাই তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেইউ/এমএসএ