হামিম গ্রুপের জিএমকে হত্যার অভিযোগে দুজন গ্রেপ্তার

অপহরণের পর হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহকে (৪৮) অপহরণের পর হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানায়নি র্যাব।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়ার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, হামিম গ্রুপের জিএমকে অপহরণ করে হত্যা করায় জড়িত ২ জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে ২৫ মার্চ রাজধানীর তুরাগ এলাকা থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) আহসান উল্লাহর (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৫ মার্চ) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান ঘটনা বলেন, আজ দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টর ফাকা সড়কের পাশে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ শনাক্ত হওয়ার পরে জানা যায় তার নাম আহসান উল্লাহ। তিনি হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলেন।
তিনি আরও জানান, নিহত পরিবার নিয়ে মিরপুর দিয়াবাড়ি চন্ডাল ভোগ এলাকায় থাকতো।
পরিবার থেকে গত ২৩ মার্চ থানায় আহসান উল্লাহর নিখোঁজের একটি জিডি করা হয়। বিষয়গুলো তদন্ত করা দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মর্গ থেকে একটি সুত্র জানান লাশ কিছুটা পচনশীল ছিল তবে শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এমএসি/এমএসএ