দেশে এনজিএসও স্যাটেলাইট সেবা পরিচালনার নীতিমালা জারি

বাংলাদেশে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সেবা পরিচালনার জন্য আনুষ্ঠানিক নীতিমালা ও লাইসেন্সিং নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) সরকারি অনুমোদনক্রমে জারি করা এ নীতিমালা বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশ করা হয়েছে। বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটে (www.btrc.gov.bd) প্রকাশিত নির্দেশিকায় এনজিএসও স্যাটেলাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো www.mygov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
এনজিএসও স্যাটেলাইট বলতে যা বোঝানো হচ্ছে
নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট এমন একটি প্রযুক্তি যা জিওস্টেশনারি (স্থির কক্ষপথে থাকা) স্যাটেলাইটের তুলনায় ভিন্নভাবে কাজ করে। এনজিএসও স্যাটেলাইটগুলো সাধারণত পৃথিবীর কাছাকাছি কক্ষপথে (এলইও বা এমইও) অবস্থান করে এবং উচ্চগতির ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা প্রদান করতে সক্ষম। এই প্রযুক্তি বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হচ্ছে। কারণ, এর মাধ্যমে দুর্গম এলাকায় দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব।
বিজ্ঞাপন
অন্যদিকে, এমন সিদ্ধান্ত টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নীতিমালা কার্যকর হওয়ার মাধ্যমে বাংলাদেশে এনজিএসও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের পথ উন্মুক্ত হবে এবং ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী হবে। একইসঙ্গে এনজিএসও স্যাটেলাইটের মাধ্যমে দেশের দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দেওয়াসহ নতুন বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরএইচটি/জেডএস