যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামিতে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) এ উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়।
বিজ্ঞাপন
মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদ এবং ২৪ এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্বাধীনতা চেতনাকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি দেশকে একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এনআই/জেডএস