তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেবা গ্রীন লাইনসহ তিন পরিবহনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে।
আরও পড়ুন
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে আজ বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিরপুরের রাইনখোলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেবা গ্রীন লাইন পরিবহন, লাবিবা পরিবহন ও সোনার তরী পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা আদায় করা হয়।
এমএইচএন/এআইএস