টোল প্লাজায় জট এড়াতে সমপরিমাণ ভাংতি রাখার অনুরোধ

ঈদুল ফিতরে সড়কপথে যাতায়াতের সময় বিভিন্ন টোল প্লাজায় গাড়ির জট এড়াতে টোল চার্জের সমপরিমাণ টাকা ভাংতি রাখার অনুরোধ জানিয়েছে সড়কে গাড়ির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বিজ্ঞাপন
সম্প্রতি ঈদ উপলক্ষ্যে গণপরিবহন চলাচল সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার জন্য যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে— ১৬১০৭, ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫২১৪৬২২২ নম্বরে।
এমএইচএন/এসএসএইচ