বনানীতে ভাড়াটিয়ার মারধরে গৃহকর্ত্রীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর বনানীর আদর্শ নগরে বাড়ি ভাড়ার পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়াদের মারপিটে মনি খাতুন (৩৫) নামে এক গৃহকর্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনি খাতুন শেরপুরের গাজীর খামার উপজেলার কাওয়া বিচি গ্রামের শহীদ মিয়ার মেয়ে। বর্তমানে স্বামী আনিসের সঙ্গে বনানীর আদর্শ নগরের নিজ বাড়িতে থাকেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহতের স্বামী মো. আনিস জানান, আমার দুটি মাইক্রোবাস ও বনানীর বেলতলা আদর্শনগরে একটি টিনশেড বাড়ি রয়েছে। এটি ভাড়া দিয়েই আমার সংসার চলে। আমি একটু লেখাপড়া কম জানি তাই আমার ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ হিসাব আমার স্ত্রী রাখেন। আজ সন্ধ্যার দিকে আমার স্ত্রী মনি ভাড়াটিয়া সুলতান মিয়া ও তার স্ত্রী মমতাজ এর কাছে বাড়ি ভাড়ার বকেয়া বাবদ ৪০ হাজার টাকা চাইতে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান মিয়া তার স্ত্রী মমতাজ এবং তাদের দুই সন্তান মুন্নি ও মুন্না আমার স্ত্রীকে পেটে লাথি মারে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুসি মেরে গুরুতর আহত করে। পরে আমি খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নাই। আমার বাসা ভাড়া চাওয়া কি অপরাধ আমার বাসায় ভাড়া থাকে আমি কি বাসা ভাড়া চাইতে পারবো না। আমার একটা ১১ বছরের মেয়ে আছে, এখন আমার ব্যবসা-বাণিজ্য এবং আমার সন্তানকে কে দেখবে। আমি হত্যার বিচার চাই এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এআইএস