রান্না করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে

রাজধানীর পল্টন এলাকার কালভার্ট রোডের একটি বাসার পাঁচ তলায় রান্নাঘরে জ্বলন্ত চুলার ওপর পড়ে গিয়ে হোসনেয়ারা বেগম (৬৩) ও তার মেয়ে তাসলিমা সুলতানা (৪০) নামে দুই নারী দগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনাটি হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান,পল্টন এলাকা থেকে দগ্ধ অবস্থায় দুই নারীকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হোসনেয়ারার শরীরে ৮৮শতাংশ ও তার মেয়ে তাসলিমার শরীরে ২ শতাংশ দগ্ধ রয়েছে। হোসনেয়ারার শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কা জনক। অপরদিকে হোসনে আর মেয়ে তাসলিমার শরীরে দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সালাউদ্দিন জানান, হোসনেয়ারা বেগম পেসারের রোগী ছিলেন। আজ দুপুরের পর রান্নাঘরে গেলে জ্বলন্ত চুলার ওপর মাথা ঘুরে পড়ে যান। এতে শরীরের কাপড়ে আগুন ধরে দগ্ধ হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে তাসলিমা সুলতানাও দগ্ধ হন। পরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
বিজ্ঞাপন
হোসনে আরার জীবন সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এসএএ/এআইএস