সরকারি প্রজ্ঞাপন জারি হলেও ৩ এপ্রিল ছুটি পাবেন না যারা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলেও কিছু জরুরি পরিষেবা এবং পেশার মানুষ এই ছুটির আওতার বাইরে থাকবেন। এই পরিষেবাগুলো চালু রাখা জরুরি, তাই সংশ্লিষ্ট কর্মীদের সেদিনও কাজ করতে হবে।
বিজ্ঞাপন
রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল সরকার। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ–সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
বিজ্ঞাপন
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
ছুটির আওতার বাইরে থাকা পরিষেবা ও পেশা
* জরুরি পরিষেবা
** বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সরবরাহ।
** ফায়ার সার্ভিস।
** বন্দরগুলোর কার্যক্রম।
** পরিচ্ছন্নতা কার্যক্রম।
** টেলিফোন ও ইন্টারনেট সেবা।
** ডাক সেবা এবং এ সম্পর্কিত কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।
* হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা
** হাসপাতাল ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা।
** চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা।
** ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা।
* আইনশৃঙ্খলা রক্ষা
** আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
** আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা।
* গণমাধ্যম
সাংবাদিক এবং গণমাধ্যমের জরুরি কাজের সঙ্গে জড়িত কর্মীরা।
* অন্যান্য জরুরি পরিষেবা
** জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ।
এমজে