ঢাকা-ভৈরববাজার চালু হচ্ছে নতুন ট্রেন, নারায়ণগঞ্জ রুটে উন্নত কোচ

ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটের ট্রেনগুলোতে নতুন কোচ যুক্ত হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার (২৩ মার্চ) বিষয়টি জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নরসিংদী কমিউটার-১ ট্রেনটি ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরববাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। ট্রেনটি যাত্রাপথে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে।
বিজ্ঞাপন
অন্যদিকে নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গি, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে ইস্যু করা হবে।
একই সঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ থেকে মানোন্নয়ন করা ১১টি কোচ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। ফলে বিদ্যমান ৮ জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দিয়ে প্রতিস্থাপিত হবে।
এমএইচএন/এমজে