গণমাধ্যমের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা রাখার সুপারিশ কমিশনের

গণমাধ্যমের জন্য সহজ শর্তে ন্যূনতম সুদে ঋণের ব্যবস্থা রাখার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।
বিজ্ঞাপন
শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশনের সুপারিশে এসব প্রস্তাব করা হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, সংবাদপত্রশিল্পের জন্য নিউজপ্রিন্ট আমদানিতে শুল্কারোপ বন্ধের কথা বিবেচনা করা উচিত। সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাছে পত্রিকাগুলোর প্রকাশিত বিজ্ঞাপন বাবদ পাওনা দ্রুত পরিশোধ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়া সুপারিশে আরও বলা হয়েছে, ইংরেজি সংবাদপত্রের জন্য সরকারি বিজ্ঞাপন হার নির্ধারণে বাংলা পত্রিকার সঙ্গে প্রচারসংখ্যা তুলনীয় নয়। তাই ইংরেজি পত্রিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন বিজ্ঞাপনের মূল্যহার যৌক্তিকীকরণ প্রয়োজন। গণমাধ্যমের জন্য সহজ শর্তে, ন্যূনতম সুদে ঋণের ব্যবস্থা রাখতে হবে।
বিজ্ঞাপন
সুপারিশে আরও বলা হয়েছে, জনস্বার্থে অলাভজনক গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্যোগকে উৎসাহিত করার জন্য সব ধরনের কর ছাড় দিয়ে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। তবে এক্ষেত্রে শর্ত থাকে, এ ধরনের প্রতিষ্ঠান যা মুনাফা করবে, তা ব্যাধতামূলকভাবে পুনর্বিনিয়োগ করবে।
এমএম/এসএম