সন্ধ্যা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা পায়নি ঢাকার মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাকি সময়টুকুতেও আবহাওয়া এমন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাই বেশি। একইসঙ্গে বিকেলে হতে পারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। আর তাপমাত্রাও অন্যদিনের তুলনায় আজ অনেকাংশেই কম। ফলে, পরিবেশে নাতিশীতোষ্ণ ভাব বজায় রয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বজ্র বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আর এসময়ে পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
এতে আরও বলা হয়েছে, দুপুর ১২টায় এসব এলাকার দিনের তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর গতকাল এসময় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশে সারাদিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/এমএসএ