মানব পাচারের সঙ্গে জড়িত ২ বাংলাদেশি লিবিয়ায় আটক

লিবিয়ার স্ট্যাবিলিটি সাপোর্ট অ্যাপারেটাস (এসএসএ) ত্রিপলিতে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে। অভিযানের তিন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে একজন লিবিয়ার এবং দুজন বাংলাদেশি নাগরিক।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
এসএসএ-এর বরাত দিয়ে দূতাবাস জানায়, লিবিয়ার স্ট্যাবিলিটি সাপোর্ট অ্যাপারেটাস (এসএসএ) ত্রিপলিতে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে।
চক্রটি বাংলাদেশ থেকে অভিবাসীদের প্রথমে বেনগাজীতে নিয়ে আসা এবং পরে তাদের সাগরপথে পাচারের উদ্দেশ্যে ত্রিপলিতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কাজে জড়িত ছিল। অভিযানের সময় চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন লিবিয়ার নাগরিক এবং দুজন বাংলাদেশি নাগরিক।
বিজ্ঞাপন
এসএসএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা ১৭ বাংলাদেশি অভিবাসীকে জুয়ারা শহরে একজন লিবিয়ান পাচারকারীর সহায়তায় ঝুঁকিপূর্ণ সাগরপথে ইউরোপে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে পাবলিক প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিজ্ঞাপন
এই পদক্ষেপ লিবিয়া সরকারের অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সাম্প্রতিক কঠোর অবস্থানের প্রতিফলন। বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় অবৈধ অভিবাসন চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিরপরাধ ও মানবপাচারের শিকার অভিবাসীদের প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানে সচেষ্ট রয়েছে।
এনআই/এসএম