জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করতে কমিটি গঠন

আসন্ন ঈদুল ফিতরে ঈদের জামায়াতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের মাঠ প্রস্তুত করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২১ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, ঈদের জামায়াত সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতকরণসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে এই কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিএসসিসির সচিব এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-১ এর আঞ্চলিক কর্মকর্তা, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা এবং ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)।
এএসএস/এমএন