নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ২১তম বিসিএস ফোরামের

শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং ২৪ এর গণঅভ্যুথানের সকল শহীদদের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিসিএস ২১ তম বিসিএস অল ক্যাডার ফোরামের কর্মকর্তারা।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ।
তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলে একটি কাঙ্খিত বাংলাদেশ আমরা পাইনি। ফলে ২০২৪ সালে আবারও অজস্র ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে।
আরও পড়ুন
তারা বলেন, গাজার নিপীড়িত নারী, শিশু, বৃদ্ধ ও শহীদদের জন্য আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়। আল্লাহ যেন তাদের জীবিতদের কষ্ট লাঘব করেন এবং শহীদদের জান্নাত নসিব করেন।
ইফতার মাহফিলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুন্সি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ও ফোরামের সভাপতি ড. মো. মিজানুর রহমান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ফোরামের মহাসচিব মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল করিম খান, ডিআইজি বাংলাদেশ পুলিশ এবং পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ; কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, পিএসসি,উপমহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর।
ইফতার মাহফিলে ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের সদস্যরা পারস্পরিক পেশাগত সৌহার্দ্য দৃঢ় করার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এমএম/এমএসএ