সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফ মাহমুদ অপুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থী পরিচয়ে একদল লোক তাকে অবরুদ্ধ করে রাখেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে আছেন। তার বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও ছিলেন। বর্তমানের তিনি চট্টগ্রামে কর্মরত।
এমআর/এমজে