শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন

‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধ দমনের উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ প্রণয়ন করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর কার্যকর করার লক্ষ্যে আইন ও বিচার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুপারিশের আলোকে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগ থেকে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দপ্তর, বিশ্ববিদ্যালয়, বিচারক, আইনজীবী, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ এবং অংশীজনের সঙ্গে বিভিন্ন অংশীজনসভা অনুষ্ঠিত হয়। তাদের মতামত পর্যালোচনা করে আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রণীত খসড়া অধ্যাদেশ পরিমার্জনপূর্বক গত ১৭ মার্চ ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করা হলে তা নীতিগত অনুমোদন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নীতিগত অনুমোদনের পর অংশীজনের মতামত পর্যালোচনা করে আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে খসড়া অধ্যাদেশটি অধিকতর পরিমার্জন করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রস্তাবিত অধ্যাদেশের উল্লেখযোগ্য মৌলিক বিধান প্রসঙ্গে জানানো হয়, ধর্ষণের সংজ্ঞা সংশোধন; প্রণয়ের সম্পর্ক থাকাকালে বিয়ের প্রলোভন বা অন্যবিধ প্রতারণার মাধ্যমে যৌনকর্ম করার দণ্ড প্রদান; শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন।
অধ্যাদেশটি জারি করা হলে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর অধীন অন্যান্য অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসএইচআর/এসএম